Tuesday, May 5, 2015

Dental professional discussion program

To all Dentists around the Rangpur City 

It's our pleasure to invite you to share dental knowledge through our Open discussion, case studies, case presentation, techniques, and practical clinical tips, accepting the wide range of clinical ideas coming from our colleagues.

The purpose of this open discussion program is to ethical and professional responsibility, professionalism in dentistry and stimulate reflection on common ethical problems, to promoting referral system in dental practice. 

Feel free to invite all of your dental friends (in Rangpur City) ; it's open & totally free.

Arranged by-- LEAD ( Learning Ethical & Advanced Dentistry )
Time schedule: Sunday (Per week) {First/Next discussion program will be held on 12.05.15 }
8:30 AM to 10:00 AM
For more info-- 01987351689

Friday, April 10, 2015

Tips for Good Oral Hygiene

Tips for Good Oral Hygiene

Bacteria can live in your mouth in the form of plaque, causing cavities and gingivitis, which can lead to periodontal (gum) disease. In order to keep your mouth clean, you must practice Good oral hygiene every day.
 
What is plaque?
Plaque is a sticky layer of material containing bacteria that accumulates on teeth, including where toothbrushes can't reach. Many of the foods you eat cause the bacteria in your mouth to produce acids. Sugary foods are obvious sources of plaque, but there are others that you might not realize can cause harm. Starches—such as bread, crackers, and cereal—also cause acids to form. Plaque also produces substances that irritate the gums, making them red, sensitive, and susceptible to bleeding. This can lead to gum disease, in which gums pull away from the teeth and form pockets that fill with bacteria and pus. If the gums are not treated, the bone around the teeth can be destroyed and teeth may become loose or have to be removed.
 
The best way to remove plaque is by brushing and cleaning between your teeth every day.  Brushing removes plaque from the tooth surfaces. Brush your teeth twice per day with a soft-bristled brush. The size and shape of your toothbrush should fit your mouth and allow you to reach all areas easily. Use an antimicrobial toothpaste containing fluoride, which helps protect your teeth from decay. Clean between the teeth once a day with floss or interdental cleaners to remove plaque from between the teeth, where the toothbrush can't reach. Flossing is essential to prevent gum disease. 
 
 
How do I brush and floss my teeth?
The American Dental Association recommends the following techniques for brushing and flossing your teeth:
 
Brushing
• Place your toothbrush at a 45-degree angle against the gums.
• Move the brush back and forth gently in short (tooth-wide) strokes.
• Brush the outer tooth surfaces, the inner tooth surfaces, and the chewing surfaces of the teeth.
• Use the tip of the brush to clean the inside surfaces of the front teeth, using a gentle up-and-down stroke.
• Brush your tongue to remove bacteria and freshen your breath.
 
Flossing
• Break off about 18 inches of floss and wind it around the middle fingers of each hand. Hold the floss tightly between your thumbs and forefingers. see more... 

Monday, March 30, 2015

রংপুরে বিশ্ব ওরাল হেলথ্ ডে পালিত (newsnow24.com) (http://bssnews.net/)

“জীবনের জন্য হাসি” এ শ্লোগান নিয়ে রংপুরে বিশ্ব ওরাল হেলথ ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে একটি র‌্যালী ও স্বাস্থ্য সচেতনার উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ওরাল হেলথ্ অ্যান্ড রিসার্স সেন্টার থেকে জনসচেতনতামূলক র‌্যালীটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
 রংপুর টাউন হলে ওরাল হেল্থ অ্যান্ড রিসার্স সেন্টারের চেয়ারম্যান লতিফা শওকতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মুখ ও দন্ত বিভাগীয় প্রধান ডা. হাফিজুল ইসলাম, ওরাল হেল্থ অ্যান্ড রিসার্স সেন্টারের নিবার্হী পরিচালক ডা. মেজবাউল ইসলাম মিলন, কাডার সহ-সভাপতি মনোয়ারা বেগম, সাংবাদিক সিদ্দিকুর রহমান, তানবীরুজ্জামান তানভীরসহ অন্যরা। সভায় মুখ ও দাঁতের রোগ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং আগামী ২১ থেকে ২৩ মার্চ ধাপ রোডস্থ ওরাল হেলথ্ অ্যান্ড রিসার্স সেন্টারে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের ঘোষনা দেয়া হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

newsnow24.com        http://bssnews.net/

ওরাল হেলথ্ ও রিসার্চ সেন্টার-এর কর্মকাণ্ড


ওরাল হেলথ্ ও রিসার্চ সেন্টার

ওয়ার্ল্ড ওরাল হেলথ্ ডে উপলক্ষে র‍্যালি
ফ্রি ডেন্টাল চেকআপ
শিশুদের ফ্রি ডেন্টাল চেকআপ

বাম থেকে ডানে- ডাঃ তুহিন,ডাঃ শাহরিয়ার, ডাঃ ইমরান, প্রফেসর (ডাঃ) মোল্লা স্যার, ডাঃ ইভা, সুজা ভাই।
ওরাল হেলথ্ ও রিসার্চ সেন্টার-এ রোগী দেখছেন প্রফেসর (ডাঃ) মোল্লা স্যার।

Saturday, March 28, 2015

Dental Treatment BD ( মুখ ও দাঁতের চিকিৎসার সম্পূর্ণ তথ্যভান্ডার ): কিভাবে মুখ ও দাঁতের যত্ন নেবেন

Dental Treatment BD ( মুখ ও দাঁতের চিকিৎসার সম্পূর্ণ তথ্যভান্ডার ): কিভাবে মুখ ও দাঁতের যত্ন নেবেন: সুস্থ সবল দেহের জন্য দাঁত ও মাড়ি তথা মুখের স্বাস্থ্য ভালো রাখা একান- প্রয়োজন। দাঁত ও মুখের ভেতরের স্বাস্থ্যকে অবহেলা করে নিরোগ জীবন আশা ...

Monday, March 23, 2015

Scientific seminar: Invitation Card



                                                                                                                                                                                                    আমাদের পেজে লাইক দিন।        

আমাদের ব্লগ http://oralhealthresearchcenter.blogspot.com/                    

Sunday, March 22, 2015

World Oral Health Day observed in Rangpur

Head of the assistance of the Department of Dentistry of RMCH Professor Dr Hafizul Islam addressed the discussion as the chief guest.Executive Director of Rangpur OHRC  DR,Meftaul Islam Milan , its Vice-
president Monwara Begum, senior journalist Siddikur Rahman and social worker Tanviruzzman Tanvir addressed itn as special guests.

In their speeches, the speakers focused on the huge importance of human teeth and mouth in everyday lives while eating, chewing and talking and many other daily actions for which everyone needs to maintain good oral health and hygiene.
They called upon the students, teachers, physicians, dentists and
hygienists, parents and civil society members for reaching the message on importance of maintaining good oral hygiene to everyone to make observance of the day a success.



in details click here http://www.bssnews.net/newsDetails.php?cat=4&id=479621&date=2015-03-20 

ওরাল হেলথ্ ও রিসার্চ সেন্টার পরিচিতি :

Wednesday, March 18, 2015

প্রফেসর (ডাঃ) মতিউর রহমান মোল্লা স্যার রংপুরে !!

রংপুরের রোগী ও ডেন্টিস্টদের জন্য সুখবর!!

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডেন্টাল সার্জন মোল্লা স্যার রংপুরে আগামী ২৯ মার্চ, বিনামুল্যে ওরাল হেলথ্ ও রিসার্চ সেন্টারে রোগীদের দন্ত চিকিৎসা সেবা প্রদান করবেন। এবং রংপুরের ডেন্টিস্টদের সাথে সেমিনার ও চিকিৎসাশাস্ত্র নিয়ে মতবিনিময় করবেন।


dentaltreatmentbd.blogspot.com
 প্রফেসর (ডাঃ) মতিউর রহমান মোল্লা

  প্রফেসর (ডাঃ) মতিউর রহমান মোল্লা ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৩ সালে ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির উপর জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেন এবং ১৯৮৭ সালে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ের উপর পিএইচডি সম্পন্ন করেন। তিনি ২০০৭ সালে ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি'র উপর ঢাকার বিসিপিএস থেকে এফসিপিএস সম্পন্ন করেন। জাপানের পাশাপাশি তিনি অস্ট্রেলিয়া ও কানাডা থেকেও সার্জিক্যাল প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

ডাঃ মোল্লা দেশের একজন সুপ্রতিষ্ঠিত সিনিয়র ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জন এবং তিনি ১৯৮৭ সাল থেকে গুরুত্বপূর্ণ সব ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি সফলতার সাথে সম্পন্ন করে আসছেন। তিনি ঢাকা ডেন্টাল কলেজ, শহীদ সোহ্রাওয়ার্দী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-সহ দেশের খ্যাতনামা বহু হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করেছেন। দেশ-বিদেশের বহু স্বনামধন্য  জার্নালে তার অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

ডাঃ মোল্লার সার্জিক্যাল কর্মকাণ্ডের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে: ওরাল সার্জারি ও মুখের ক্যান্সারের সার্জারি, ডেন্টাল ইমপ্লান্ট, ডেন্টো-এলভিওলার সার্জারি, দুর্ঘটনায় ভেঙে যাওয়া মুখ ও চোয়ালের হাড় সংযোজন ও সঠিকীকরণ, চোয়ালের টিউমার, সিস্ট ও মুখের ক্যান্সারের চিকিৎসা, রিকন্স্ট্রাকশন, কসমেটিক সার্জারি, প্যালেট ইত্যাদি।  

মাল্টি-ডিসিপ্লি−নারি সার্জিক্যাল ম্যানেজমেন্টে; বিশেষ করে নিউরো-সার্জারি, প্লাস্টিক সার্জারি, ইএনটি, ডেন্টিস্ট্রি এবং সহযোগী অন্যান্য বিভাগে তার রয়েছে বিশেষ আগ্রহ।


স্থানঃ  ওরাল হেলথ্ ও রিসার্চ সেন্টার
       (সনোল্যাবের পাশে)
        ধাপ, জেল রোড; রংপুর।
        তারিখঃ ২৯ মার্চ , ২০১৫।
        সময়ঃ সকাল ১১:০০ থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত।


 প্রকাশনা ও সম্পাদনাঃ  ডাঃ তুহিন শর্মা
oral health, dental treatment oral health, dental treatment