Monday, March 30, 2015

রংপুরে বিশ্ব ওরাল হেলথ্ ডে পালিত (newsnow24.com) (http://bssnews.net/)

“জীবনের জন্য হাসি” এ শ্লোগান নিয়ে রংপুরে বিশ্ব ওরাল হেলথ ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে একটি র‌্যালী ও স্বাস্থ্য সচেতনার উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ওরাল হেলথ্ অ্যান্ড রিসার্স সেন্টার থেকে জনসচেতনতামূলক র‌্যালীটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
 রংপুর টাউন হলে ওরাল হেল্থ অ্যান্ড রিসার্স সেন্টারের চেয়ারম্যান লতিফা শওকতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মুখ ও দন্ত বিভাগীয় প্রধান ডা. হাফিজুল ইসলাম, ওরাল হেল্থ অ্যান্ড রিসার্স সেন্টারের নিবার্হী পরিচালক ডা. মেজবাউল ইসলাম মিলন, কাডার সহ-সভাপতি মনোয়ারা বেগম, সাংবাদিক সিদ্দিকুর রহমান, তানবীরুজ্জামান তানভীরসহ অন্যরা। সভায় মুখ ও দাঁতের রোগ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং আগামী ২১ থেকে ২৩ মার্চ ধাপ রোডস্থ ওরাল হেলথ্ অ্যান্ড রিসার্স সেন্টারে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের ঘোষনা দেয়া হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

newsnow24.com        http://bssnews.net/

No comments:

Post a Comment

oral health, dental treatment oral health, dental treatment